করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কওমি মাদরাসাগুলো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
আজ (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠকটি শুরু হয়েছে।

সংস্থাটির ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকের সভাপতিত্ব করছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত রয়েছেন।
হাইয়াতুল উলইয়া শীর্ষ একটি সূত্র জানিয়েছে, আজকের চলমান বৈঠক থেকে কওমি মাদরাসার স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আসতে পারে।সাথেসাথে সংস্থাটির অধীনে দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচিতেও আসতে পারে পরিবর্তন।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে ছাত্রদের বাঁচাতে এবং মহামারি এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে নোটিশ জারি করেছে সরকার।
এ তালিকায় স্কুল-কলেজ, সরকারি আলিয়া মাদরাসাসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান অন্তুর্ভুক্ত রয়েছে। তবে কওমি মাদরাসার বিষয়ে কোনও নির্দেশনা নেই। এমনকি গতকাল (সোমবার) রাত পর্যন্ত বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য,আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা শুরু আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।
এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হবে। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা মার্চ মাসের শুরুর সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।