বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৬ মার্চ থেকে তুরস্কের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান।
এরদোগান জানান, এখন থেকে দর্শকসমাগম ছাড়াই ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করতে হবে এবং সরকারী কর্মচারীরা নির্দিষ্ট পারমিট নিয়ে কেবল দেশ ছাড়তে পারবেন।
চলমান উদ্বেগময় পরিস্থিতিতে দীর্ঘ পাঁচ ঘন্টার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম খলিল জানান, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ হবে ১ সপ্তাহের জন্য। এরপর শিক্ষা মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করবে।’
‘বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হবে তিন সপ্তাহের জন্য’, যোগ করেন তিনি।
এরআগের এই সপ্তাহের শুরুতে একজন তুর্কি নাগরিক করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করা হয়।
আক্রান্ত ব্যক্তি এখন স্থিতিশিল বলে জানিয়েছেন ইব্রাহীম খলিল।