করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গে বসবাসরতদের ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ রকম পরিস্থিতিতে রাজ্যের গরীবরা পড়েছেন মহাসঙ্কটে। রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দিন যাপন করছেন তারা। তাদের এই করোনাসংকট মোকাবেলার জন্য বিনামূল্যে ৬ মাস চাল, ডাল, গম দেয়ার ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। খবর এনডিটিভি।
মমতা বন্দোপাধ্যায়
শুক্রবার স্থানীয় সময় বিকেলে পশ্চিমবঙ্গের সচিবালয় ভবন নবান্নে এক সংবাদ সম্মেলনে মমতা এ কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আগে ওই সংবাদ সম্মেলনের আয়জন করেন মমতা।
মমতা বলেন, রাজ্যের জনগণের সুরক্ষার জন্য আমরা জরুরি ত্রাণ তহবিল তৈরির প্রস্তাব দিয়েছি। সতর্কতার অংশ হিসেবে রাজ্যের ৫০ শতাংশ সরকারি কর্মী বাড়ি থেকেই কাজ করবেন।
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করছেন মমতা
তিনি আরো বলেন, রাজ্যের ৭ লাখ ৮৫ হাজার মানুষকে বিনামূল্যে চাল, ডাল, গম দেওয়া হবে আগামী ছয় মাসের জন্য। সবাই স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার শুরু করুন। যদি মাস্ক না পান তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কাপড় দিয়ে মুখ ও নাক ঢেকে রাখবেন আপনারা। আশা করছি, আপনারা সুস্থ সবল থাকবেন।
উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ২০৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। পশ্চিমচঙ্গে এখন পর্যন্ত করোনায় দুইজন শনাক্ত হয়েছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে একদিনের জন্য দেশজুড়ে ‘কারফিউ’ জারি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার রাতে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।