ওবায়দুল কাদেরকে সামলাবে কে, জাতির কাছে প্রশ্ন- মুফতি সাখাওয়াত হুসাইন রাজি।
–
পুরো বিশ্ব যখন বিপর্যস্ত ও আতঙ্কিত। পরাশক্তি বলে খ্যাত রাষ্ট্রগুলোর প্রধানেরাও আসমানের দিকে তাকিয়ে আছেন। কোন পরিকল্পনায়ই কাজে আসছে না তাদের। আসবে কী করে। এত আল্লাহ তায়ালার কুদরতের নমুনা। তিনি জগৎবাসীকে তার দিকে প্রত্যাবর্তনের জন্যেই এ নমুনা প্রকাশ করেছেন।
সেখানে ওবায়দুল কাদেরের বক্তব্য “করোনাকে সম্মিলিতভাবে মোকাবেলা করব, আমরা করোনাকে পরাজিত করব, আমরা করোনাভাইরাস থেকে শক্তিশালী” জাতিকে চরম হতাশ করেছে। ভয় হচ্ছে তার এমন দম্ভোক্তি মহামারী বৃদ্ধির কারণ হয় কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাঁকে সামলাবে কে? কে তাকে এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য থেকে বারণ করবে? তাকে কে বুঝাবে? আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলা করা যায় না।
ফেরাউনের বাহিনীর সলিল সমাধি হয়েছিল লোহিত সাগরে। নমরুদ আল্লাহর আযাব মশার মোকাবেলা করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। কারুন, শাদ্দাদ, আবু জাহেলের পরিণতিও সবার জানা। তারপরেও আমরা মোকাবেলা পরাজিত শক্তিশালী ধরনের শব্দ কীভাবে ব্যবহার করি!
হ্যাঁ, চলুন সর্তকতা অবলম্বন করি। তওবা-ইস্তেগফার করে মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হই। তাঁর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করি। আর দোয়া করি, হে আল্লাহ! তুমি আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করো। আমীন।