এত দিন রীতি ছিল নতুন অনুষ্ঠান, নাটক, টেলিছবির খবরের সঙ্গে জুড়ে দেওয়া হতো কোন টিভি চ্যানেলে দেখা যাবে সেটা। কিন্তু বছর দুই ধরে রীতিতে বদল এসেছে। শুরু হয়েছে নতুন ধারা। এখন টিভি চ্যানেলের নামের পাশাপাশি খবরে জুড়ে দেওয়া হয় ইউটিউব চ্যানেলের নাম। হোক তা গান, নাটক কিংবা টক শো—সবটার বেলাতেই সবাই জানতে চায়, ‘কোন ইউটিউব চ্যানেলে দেখা যাবে?’ ৪ নভেম্বর প্রথম আলোর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একুশ শতকের এই নতুন ধারা বা ট্রেন্ড নিয়ে এবারের প্রতিবেদন।
দিন দিন টিভিটা সত্যিই হয়ে উঠেছে ‘বোকাবাক্স’। বোকার মতো পড়ে থাকে ঘরের একটা কোণে। তবে যে টিভিতে লেগেছে ‘স্মার্টনেস’–এর ছোঁয়া, তার আবার কদর বেশি। অর্থাৎ স্মার্ট টিভি হলে হাতের মুঠোফোন থেকে বিরতি নিয়ে বাড়ির সদস্যরা খানিকটা সময় দিচ্ছে তাকেও। কিন্তু সনাতনি টিভিসেট দিন দিন জাদুঘরে ওঠার মতো যোগ্যতা অর্জন করছে। ২১ শতকের এই বদলের হাওয়া আঁচ করতে পেরে দেশি–বিদেশি টিভি অনুষ্ঠান প্রযোজনাকারী প্রতিষ্ঠানগুলোও নিজেদের কাজের ক্ষেত্র বদলাচ্ছে একটু একটু করে। হোক সেটা পশ্চিমের জিমি কিমেলের টিভি শো কিংবা আমাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’—টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও এখন বিস্তৃতি তাদের। বলে রাখি, জনপ্রিয় মার্কিন টিভি অনুষ্ঠান ‘এলেন ডিজেনেরেস শো’ শুধু ইউটিউবে দেখানো বিজ্ঞাপন থেকেই প্রতিদিন আয় করে ৪৮ হাজার মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন ৪০ লাখ টাকার বেশি!