আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পরিবর্তিত পরিস্থিতি নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও আগেই ৩১ মার্চ পর্যন্ত এবং পরে ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। পরে শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানান।
এর আগে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তার সঙ্গে সঙ্গতি রেখে ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা জানানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ মঙ্গলবার সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সকল সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়। গতকাল সোমবার পর্যন্ত দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৩ জন। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছে।