করোনাভাইরাসের চিকিৎসক ও প্রতিষেধক তৈরিতে দান করলেন লিওনেল মেসি
করোনা মহামারির বিপক্ষে লড়তে বিশ্বজুড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিত্তবানরা। লিওনেল মেসিই–বা হাত গুটিয়ে থাকবেন কেন। বার্সেলোনায় সাধারণ মানুষদের একটি হাসপাতালে ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ২১ লাখ টাকা) দান করেছেন মেসি। সংবাদমাধ্যম জানিয়েছে, ওই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি ভাইরাসের প্রতিষেধক বের করতে গবেষণাও করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ অফিশিয়াল টুইটার পেজে মেসির সহায়তার খবরটি নিশ্চিত করেছে। সাহায্যের অঙ্কটা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’। ‘হসপিটাল ক্লিনিক’ টুইটার পেজে লেখা হয়, ‘কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়তে ক্লিনিকে সহায়তা করেছেন মেসি। সহায়তা এবং কথা রাখার জন্য তোমায় ধন্যবাদ লিও।’ সংবাদমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনার একটি মেডিকেল সেন্টারেও দান করেছেন বার্সা ফরোয়ার্ড।