এডভোকেট ছানাউল্লাহ মিঞার ইনতেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী বহু আন্দোলন-সংগ্রামের সাথী বিএনপি নেতা এডভোকেট ছানাউল্লাহ মিঞার ইনতেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বলেছেন, তাঁর ইনতেকালে সাধারণভাবে বিএনপি ও বিশেষভাবে শিবপুরবাসি একজন প্রতিশ্রæতিশীল আইনজীবী ও রাজনীতিককে হারালো।
তিনি এক শোক বিবৃতিতে বলেন, ছানাউল্লাহ মিঞার ইনতেকালে একজন নিবেদিতপ্রাণ রাজনীতিকের অভাব অনুভ’ত হবে দীর্ঘদিন। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।