আল্লাহ্ অধিক হারে পবিত্র থাকা পছন্দ করেন তাই পুরো কুরআন মাজিদ পড়লেই দেখবেন আল্লাহ্ আমাদের বার বার পবিত্রতার ব্যাপারেই সতর্ক করছেন। ১) অন্তরের পবিত্রতা ২) খাবারে পবিত্রতা ৩) বাহ্যিক পবিত্রতা। এই তিনটা ঘিরেই পুরো দ্বীন।
.
”নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।” (সূরা আল-বাকারা ২২২)
পরিষ্কার পরিছন্ন থাকুন এবং বার বার সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। হাঁচি কাশি দেওয়ার সময়ে মুখে রুমাল/ টিস্যু / কাপড় বা হাতের কনুই দিয়ে ঢেকে হাঁচি কাশি দিন।
.
আমরা যেই কঠিন সময় পার করছি এটা শুধু আমাদের নিজেদের সাথে সম্পৃক্ত বিষয়ে নেই, বরং আমাদের একজনের ভুলের জন্য চলে যেতে পারে হাজার হাজার মানুষের জীবন। আমাদের মাধ্যমে যেন কারো শরীরে ভাইরাস না ছড়ায়। তাই দয়া করে সাবান দিয়ে দিনে কয়েকবার হাত ধৌত করুন। আলসেমি করবেন না । এবং ঘরে অবস্থান করুন। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না । বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক ব্যবহার করুন। বাসায় এসে সাথে সাথে কোথাও হাত না দিয়ে আগে হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। পারলে পরনের জামাকাপড় ধুয়ে ফেলুন এবং নিজেও গোসল করে ফেলুন।
.
আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার জন্য আপনার পরিবারের বা অন্য পরিবারের কোন বয়স্ক বাবা/মা অথবা কোন ভাইবোন বিপদে পরুক। তাই দয়া করে এই করোনা ভাইরাস দূর না হওয়া পর্যন্ত সবাই একটু সতর্ক থাকুন। বেশী বেশী আল্লাহ্র কাছে সিজদায় সুবহানা রব্বিয়াল আলা বলার পরে (বাংলা ভাষায়) দুআ করুন। আল্লাহ্ যাতে এই ভাইরাস পুরো মানব জাতির থেকে উঠিয়ে নেন। আমীন।