জাতীয় দল আর্জেন্টিনা এবং ক্লাব বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারে তার নেতৃত্বে কয়েকটা শিরোপাই জিতেছে বার্সা। কিন্তু আর্জেন্টিনায় অধিনায়ক মেসির অর্জনে খাতাটা এখনো শূন্য। তবু অধিনায়ক মেসিতে মুগ্ধ আর্জেন্টাইন তারকা নিকোলাস তাগলিয়াফিকো। তার দাবি মেসিই আর্জেন্টিনাকে বাঁচিয়ে রেখেছে।
বার্সায় যতটা পারফর্ম করেন সেটা আর্জেন্টিনার জার্সিতে পারেন না বলে সমালোচনা আছে মেসিকে ঘিরে। ৩২ বছর বয়সী তারকাকে ঘিরে এমন অভিযোগ মানতে নারাজ তাগলিয়াফিকো। তার মতে মেসি একজন খেলোয়াড় এবং অধিনায়ক দুই ভূমিকাতেই দুর্দান্ত।
তাগলিয়াফিকো দাবি করলেন আর্জেন্টিনা হারলে সবচেয়ে বেশি ক্ষুব্ধ এবং হতাশ হন মেসি। ২৫ বছর বয়সী আয়াক্স ডিফেন্ডার বলেছেন, ‘দল হারলে তিনিই সবচেয়ে বেশি ক্ষুব্ধ হন। মেসি (ক্লাবের তুলনায়) বেশি সচেতন যখন তিনি জাতীয় দলের হয়ে খেলেন। আর্জেন্টিনার হয়ে অনুশীলন, খেলা সব জায়গাতেই বেশি উপভোগ করেন।’
তাগলিয়াফিকো আরো বলেছেন, ‘যখন কোপা আমেরিকায় তৃতীয় সেরা দল হয়ে আমরা টুর্নামেন্ট শেষ করেছি, তখন মেসিকে চাপ থেকে মুক্ত মনে হচ্ছিল। সে দুর্দান্ত একজন অধিনায়ক এবং আমাদের দলকে বাঁচিয়ে রেখেছেন। এটাই সত্যি কথা। কিন্তু আমরা সবসময় এটা দেখতে পাই না। আমরা যদি লিওকে সহায়তা করি এবং সে আমাদের সাহায্য করে তাহলে আমরা ভালোকিছু করতে পারি।’
