করোনা ভাইরাস প্রদুর্ভাবের কারণে সারা পৃথিবীজুড়ে দূর্ভিক্ষ ধারণ করছে । ইতোমধ্যে সারা পৃথিবীর প্রায় ১৮১টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছ।আমাদের দেশেও ৫১জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫জন ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছে।৫জন মারা গেছে বাকি ২১জন চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর প্রায় ৪০% বা তার থেকে বেশি মানুষ দিনমজুর হওয়ার ফলে সরকার ও বিভিন্ন সমাজিক সংগঠন সহ বিভিন্ন বিত্তবানরা কল্যাণ তাহবিল গঠন করে এসকল মানুষের পাশে দাঁড়িয়েছে ।
এছাড়াও বাংলাদেশ আরো প্রায় দুই লক্ষ কওমী মাদরাসা শিক্ষক রয়েছেন যারা সাধারণ মানুষের মত কারো থেকে কিছু চাইতে পারেন না। বহু অসহায় আছেন যারা মানুষের কাছে চাইতে পারেন, চলতে পারেন, কিন্তু একজন আলেম? তাই বাংলাদেশের শীর্ষ ওয়ায়েজীন সংগঠন “রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ” নিজস্ব স্বামর্থ নিয়ে ঐসকল আলেমদের পাশে দাঁড়াবে বলেছেন সংগঠনটি ।
প্রতি জেলার শীর্ষ আলেম বা সমাজসেবক পরিচিত জনদের মাধ্যমে বিপদগ্রস্তদের হাতে কিছু নগদ অর্থ তুলে দেওয়া। কাজটি আজই শুরু করতে চাই। প্রিয় ময়দানের ওয়ায়েজীন, মসজিদের খুতাবা আপনাদেরকেও পাশে চাই!