করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ওএমএসে পাওয়া যাবে ১০ টাকা কেজি দরের চাল। চলতি মাস থেকেই শুরু হচ্ছে সরকারের এ কর্মসূচি। চলবে জুন পর্যন্ত। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্যই নেয়া হয়েছে এমন উদ্যোগ। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। আজকালের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে খাদ্য মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানতে চাইলে খাদ্য সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম জানান, ‘এখন যে পরিস্থিতি চলছে সেটা একপ্রকার লকডাউন বলা যায়। কারণ বাস, লঞ্চ, রেল চলাচল বন্ধ হয়ে গেছে। লোকজন বাসায় থাকতে হচ্ছে। ফলে হতদরিদ্র লোকজন বেকার হয়ে পড়েছেন। এতে তাদের জীবনধারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে এ কর্মসূচি চালু করতে যাচ্ছি।’
মঙ্গলবার খাদ্য সচিবকে পাঠানো অর্থ বিভাগের চিঠিতে বলা হয়- ‘বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এ রোগ ছড়িয়ে পড়েছে এবং সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এর পরিপ্রেক্ষিতে গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেয়া ভাষণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ওএমএসের মাধ্যমে ভোক্তাপর্যায়ে কেজিপ্রতি ১০ টাকা দরে চাল বিতরণের ঘোষণা দেন। এমতাবস্থায় চলতি অর্থবছরের (২০১৯-২০) অবশিষ্ট তিন মাস (এপ্রিল-জুন ২০২০) সময়ের জন্য খাদ্য মন্ত্রণালয়ের খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস বা ওপেন মার্কেট সেল) খাতে চালের গুদাম মূল্য কেজিপ্রতি ২৮ টাকার পরিবর্তে ৮ টাকা এবং ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ৩০ টাকার পরিবর্তে ১০ টাকা মূল্য পুনঃনির্ধারণ করা হল।’