এলাকায় দুই করোনা রোগীর হদিশ মিলেছে। আর কেউ সংক্রমিত কি না তা পরীক্ষা করতে গিয়ে এ বার জনতার রোষের শিকার হলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বুধবার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরের টাট পাট্টি বাখাল এলাকায়। হামলার জেরে জখম হয়েছেন দুই মহিলা চিকিৎসক।
ওই দিন টাট পাট্টি বাখাল এলাকার বাসিন্দাদের স্ক্রিনিংয়ের জন্য গিয়েছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সেখানে আক্রান্ত হন তাঁরা। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরাতেও। সংবাদ সংস্থা এএনআই সূত্রে যে ভিডিয়ো পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, নীল রঙের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) পরে ওই এলাকায় যান স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। তাঁদের ঘিরে ধরে গালিগালাজ করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়া হয়। স্বাস্থ্যকর্মীদের পিছু ধাওয়া করে ক্ষুব্ধ জনতা