সাম্প্রতিক সময়ে ব্যাপক প্রচার হওয়া এই একটি ছবির মাঝে হাজারো কথা গোপন রয়েছে।
অসংখ্য মধ্যবিত্ত পরিবারের চাপাকান্না আর হঠাৎ বিপদে পড়া মানুষগুলোর না বলা কথা প্রকাশ করেছে এই একটি ছবি।

সালাহুদ্দিন মাসউদঃ হ্যাঁ, যারা স্বচ্ছলতার সময়ে নিজের সংসারের খরচের পরে বেঁচে যাওয়া অর্থগুলো মানুষের মাঝে বিলিয়ে দিতো, সমাজের মানুষ যাকে দাতা মনে করে, এই শ্রেণির অসংখ্য মানুষ আজ নিজের সংসারের খরচ বহন করতেই হাঁপিয়ে উঠছেন।
কিন্তু যেই লোকটি সমাজে স্বচ্ছল বলে পরিচিত, যেই মধ্যবিত্ত মানুষটি মানসম্মত বাসায় ভাড়া থাকে, সেই লোকটি কি ত্রানের লাইনে দাঁড়ানোর মুখ রাখে? সে কি পারছে লাইনে দাঁড়াতে?
কমিশনারের কাছে গিয়ে আবেদন করা কি তার পক্ষে সম্ভব? নাহ্। কঠিন। তার জন্য বড্ড কঠিন।
তাই খুঁজে খুঁজে এই শ্রেণির মানুষগুলোরও খোঁজ নেয়া বিত্তবানদের দায়িত্ব ও কর্তব্য।
আসুন, সমাজে কষ্টে থাকা মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়াই।
ছবিতে প্রদত্ত পদ্ধতিতে রাতের আঁধারে এই শ্রেণির মানুষদের ঘরে খাবার পৌঁছে দিতে পারি।
কোনো কারণে ছবি তোলা প্রয়োজন হলে ছবিতে তাদেরকে না রাখি।
