কোভিড-১৯, ব্রাহ্মণ বাড়িয়া, নবীনগরে কর্মহীন পরিবারে খাদ্য বিতরন।
শাহাদাত হুসাইনঃ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা,সৌদি আরব প্রবাসী আমার বন্ধুবর মাওলানা উসমান গনী রাসেল ভাইয়ের উদ্যোগে নবীনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনসমূহের পক্ষ থেকে নবীনগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান নভেল করোনা মহামারীতে কর্মহীন হয়ে যাওয়া দুর্দশাগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিম উদ্দীন সরকার, সেক্রেটারি হাফেজ মাওলানা মুমিনুল হক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ সেন্টু, অর্থ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম দুলাল প্রমুখ।
