দুনিয়ার এই ক্রান্তিলগ্নে চিকিৎসকদের সামনে বড় চ্যালেঞ্জ
মুফতি ফয়যুল্লাহঃ দুনিয়ার এই ক্রান্তিলগ্নে চিকিৎসকদের সামনে দেশবাসীর জন্য অবদান রাখার এক বিশাল সুযোগ এসেছে। সুযোগ এসেছে তাঁদের আত্মনিবেদন করার। সুযোগ এসেছে একথা প্রমাণ করার যে, মানবতার সেবা করার জন্য তারা এই পেশা বেছে নিয়েছেন। আমরা দেখছিও তাই, তারা জীবনের ঝুকি নিয়ে মানবতার সেবা করে যাচ্ছেন এর জন্য তারা প্রশংসা প্রাপ্য।আমি মনে করি আমাদের দেশে বহু অভিজ্ঞ , নিষ্ঠাবান, সাহসী, এবং মানব দরদী চিকিৎসক রয়েছেন। তাঁরা জানেন,দেশের মাটি ও মানুষের জন্য কিছু অবদান রাখতে পারা গর্বের, গৌরবের এবং সত্যিকার অর্থে আনন্দের।
কিন্তু খবর পাচ্ছি কিছু চিকিৎসক নাকি রোগী ফেলে পালিয়ে যাচ্ছেন। খবরটি যদি সত্যি হয়, তবে তা হবে অত্যন্ত দুঃখ ও পরিতাপের।
আমরা জানি, চিকিৎসাবিদ গণও জানেন, আমরা সে জাতি যারা কভু জীবনের হিসাব করিনি, আমরা ঝুকিনি,থামিনি,স্তব্ধ হইনি। আমরা গোটা দুনিয়ার জন্য বিস্ময়, আমরা অদম্য,আমরা মানব সেবা আর আথিতিয়তায় অনন্য। আমাদের চিকিৎসকগণ রোগী ফেলে কিভাবে পালিয়ে যেতে পারেন? বিশ্বাস করা যায়?