পদ্মা কোম্পানি লিমিটেড জাপান এর অর্থায়নে রুহামা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ ।

প্রতিবেদনঃ পদ্মা কোম্পানি লিমিটেড জাপান এর অর্থায়নে রুহামা ফাউন্ডেশন মুন্সিগঞ্জ এর ব্যবস্থাপনায় মুন্সী গঞ্জ জেলার A D C ও টংগিবাড়ী উপজেলার UNO উপস্থিতিতে জেলার 300 উলামা, মাদরাসা শিক্ষার্থী, ইমামগন ও হতে দরিদ্র পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। الحمد لله ।
সভাপতিত্ব করেন ঃ মাওলানা শরাফাতুল্লাহ নদভী
সভাপতি, রুহামা ফাউন্ডেশন
সহযোগিতায় ছিলেন জাপান প্রবাসি
হাঃমাওলানা আরাফাতুল্লাহ বিক্রমপুরী
ইমাম ওখতিব মিসাতো মসজিদ জাপান
স্থান, চাপ, আল মুমিনাত বালিকা মাদরাসা
চাপ,টংগিবাড়ী, মুন্সিগঞ্জ।

রুহামা ফাউন্ডেশন মুন্সিগঞ্জ