শুধু মসজিদের গণজমায়েত কেন সকল গণজমায়েত বন্ধ করতে হবে- মুফতি ফখরুল ইসলাম
প্রতিবেদন ডেস্কঃ বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম বলেছেন শুধু মসজিদের নামাজের জামাতের গণজমায়েত বন্ধ কেন ত্রানের নামে গণজমায়েত হাসপাতালের গণজমায়েত.জেলখানার কয়েদিদের গণজমায়েত হাটবাজারের গণজমায়েত. ব্যাংকের গণজমায়েত সহ সকল গনজমায়েত বন্ধ করতে হবে। তাহলেই মহান আল্লাহ তাআলা হয়তোবা এই করুণা ভাইরাস থেকে মুক্তি দিতে পারেন। মসজিদে জামাতে গণজমায়েত বন্ধের নামে যদি অতিউৎসাহী নেতাকর্মীরা মসজিই বন্ধ করে দেয় তাহলে এই করোনাভাইরাস হয়তোবা আল্লাহর গজব হয়ে মহামারীতে রূপ নিতে পারে। সেদিকে সরকারের বিশেষ দৃষ্টি রাখতে হবে।করনা ভাইরাসের কারণে দেশের জনগনের উচিত আল্লাহ তালার করুণা প্রার্থনা করা। আল্লাহর কাছে সকল পাপের ক্ষমা প্রার্থনা করা। কিন্তু দেখা যাচ্ছে দেশের জনগণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে আনন্দ-উল্লাসে ব্যাস্ত। আসুন আমরা সকল পাপ থেকে তাওবা করি। আল্লাহর কাছে করনা ভাইরাসের এই মহা বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করি