কোভিড-১৯,যেকোনো সময় রবে’র পক্ষ থেকে ডাক আসবে,ক্ষমা করে দিয়েন,সুদুর ইংল্যান্ড থেকে এক প্রবাসীর অশ্রুভেজ কণ্ঠে।
সাইমুম সাদিঃ আমাকে বলল যেকোনো সময় রবে’র পক্ষ থেকে ডাক আসবে। আমি, আমার স্ত্রী এবং ছোট্ট শিশু করোনায় আক্রান্ত। ক্ষমা করে দিয়েন এবং দোয়া করবেন। সম্ভবত চলে যাচ্ছি।
সুদুর ইংল্যান্ড থেকে তার বেদনাময় কথামালা আমার হৃদয়, মন ও চোখকে ভিজিয়ে দিয়ে গেলো মূহুর্তেই।
নব্বুইয়ের দশকের সেই তারুণ্য দীপ্ত সময়ে স্কুলের গেটে, কলেজের ক্যাম্পাসে সে ছিলো আমাদের সহযোগী, ইসলামী বিপ্লবের স্বপ্নচারী কর্মী।
তার সেই সময়কার দুরন্ত কৈশরিক চেহারা ফুটে উঠলো স্মৃতিতে। কখন যে সেই সময়টুকু পেরিয়ে বিয়ে করে সংসারি হয়েছে, একটা সন্তানের পিতা হয়েছে খেয়াল করিনি।
এক সময় দায়িত্বশীল হিসেবে সান্ত্বনা দিতাম। আজ কোনো সান্ত্বনা দিতে পারলামনা।
বললো, বুকে খুব ব্যাথা, খুব কষ্ট হচ্ছে, সম্ভবত ডাক এসে গেছে, চলে যাচ্ছি, দোয়া করবেন।
আমার এই ভাই, তার স্ত্রী ও শিশুটির জন্য এবং সকল করোনা আক্রান্ত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো শিফায়ে কামিলা দান করেন। আল্লাহ যেনো তাদের হায়াতে বরকত দান করেন।