১৬ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে বিজেএমইএ-বিকেএমইএ এর বৈঠকে এ অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে যৌথ ঘোষণায় বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে- মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামন্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠান সমূহ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
তবে রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান সমূহের যাদের জরুরী রপ্তানী কার্যাদেশ রয়েছে এবং যে সকল প্রতিষ্ঠান পিপিই, মাস্ক ইত্যাদি তৈরী করছে সে সকল প্রতিষ্ঠান প্রয়োজনে খোলা রাখতে পারবে, তবে সে ক্ষেত্রে স্ব স্ব এসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ), কল কারখানা পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।
এছাড়া ১৬ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করার জন্য অনুরোধ করা হল।