বেপরোয়া ঘোরাঘুরি বন্ধ করে স্বাস্থ্য সচেতনতা সহ আল্লাহ ভীরু হওয়ার আহ্বান- মুফতি ফয়যুল্লাহর কঠিন সতর্কতা।
প্রতিবেন ডেস্কঃ এই দুনিয়া ছাড়তে হবে একদিন। মারা যাবো আমি । মারা যাবেন আপনিও। আমার,আপনার,সবার মরণ একদিন হবেই। কিন্তু আমার মৃত্যুর জন্য আপনি কেন দায়ী হচ্ছেন? করোনাকালীন এই দুঃসময়ে আপনি আপনার বেপরোয়া ঘোরাঘুরির মাধ্যমে আমার এবং পুরো জাতির জীবনকে হুমকীর মুখে ঠেলে দিচ্ছেন কেন? কেন আপনি স্বাস্থ্য বিধি উপেক্ষা করছেন? কেন আপনি ঘরে থাকছেন না? সামাজিক দূরত্ব বিধি না মেনে আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়ছেন কেন? আপনি ইচ্ছা করেই কি এই জাতিকে ধ্বংস করে দিতে চান? কেন অভিশাপ ডেকে আনছেন ? কেনইবা আপনি অভিশপ্ত হচ্ছেন? কি চান আপনি? আপনি কি জানেন না, আপনি আপনার নিজের স্বাস্থ্যের জন্য দায়বদ্ধ। আপনি দায়বদ্ধ প্রতিবেশি ও নিজ পরিবার পরিজনের স্বাস্থ্যের জন্যেও। আপনি কেন এই সহজ বিষয়টি বুঝতে চান না?
আপনি কি জানেন, আমাকে আমার নিজের দরকার। আমাকে আমার পরিবার, আমার দেশ এবং উম্মাহ’র দরকার। আপনাকেও অনুরুপ দরকার। এই দরকারী মানুষটাকে আপনি হত্যা করতে চান কেন? কেন আপনি আমার পেছনে, জাতির পেছনে লেগেছেন ? নিজের পেছনে লেগেছেন? আপনার কি একটুও দয়া হয় না ?
আপনি আমার ভাই-বোন ও সুহৃদ। আমিও আপনার নিঃস্বার্থ হিতাকাঙ্খী,অকৃত্রিম কল্যাণকামী একজন ভাই ও বন্ধু। বাস্তবিক পক্ষে সময়টা ভয়ানক। যদি আপনি ভালো থাকতে চান তবে আপনাকে এখন ঘরে থাকতেই হবে। আপনাকে নিজের জন্যই নিজেকে সতর্ক ও সচেতন হতে হবে।
প্রাণের বন্ধু! আসুন, নিজের প্রতি রহমদিল হই, নিজের প্রতি একটু দয়া করি। নিজের প্রতি অবিচার আর জুলম বন্ধ করি। স্বাস্থ্য বিধি মেনে চলি,ঘরে থাকি,নিরাপদ দূরত্ব বজায় রাখি। নিজেরা ভালো থাকি, অন্যদেরকেও ভালো রাখি। মহান আল্লাহই হেফাজতকারী , তিনিই তাওফিক দাতা।