করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো ভালো নেই বাংলাদেশও! দেশের এই দুঃসময়ের মধ্যেই মাহমুদুল্লাহ রিয়াদ-জান্নাতুল কাওসার মিষ্টি দম্পতির ঘর আলোকিত করে জন্ম নিলো পুত্র সন্তান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সন্তানের জনক হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সন্তান জন্মের বিষয়টি ফেসবুক পেজের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সোমবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় মাহমুদুল্লাহর দ্বিতীয় সন্তান। নতুন অতিথির আগমনে পরিবারের সবাই আনন্দিত। নবজাতকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহমুদুল্লাহ। মা ও নবজাতক শিশু সুস্থ আছে বলেও জানান তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে তৃতীয় দফায় পাকিস্তান সফর থেকে ছুটিও নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও করোনাভাইরাসের কারণে সেই সফর স্থগিত হয়ে আছে।
উল্লেখ্য, ২০১১ সালে জান্নাতুল কাওসার মিষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর, ২০১২ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়।