আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দ্যা ভয়েস অফ ঢাকা ডটকম পরিবার।
আল্লামা শায়খে ইমামবাড়ি ছিলেন আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রাহ.এর অন্যতম ছাত্র।
দ্যা ভয়েস অফ ঢাকা ডটকম প্রতিবেদনঃ দেশের বরেণ্যে আলেম, খলিফায়ে মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, জামেয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদিস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি ইন্তেকাল করেছেন।
বুধবার (০৮এপ্রিল) রাত সাড়ে ১২টায় হবিগঞ্জের পুরানগাঁও গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০বছর।
মরহুমের নামাজে জানাযা আজ বুধবার বেলা আড়াইটায় পুরানগাঁও তেলিবিল মাঠে অনুষ্ঠিত হবে।
তার ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
আল্লামা শায়খে ইমামবাড়ি ছিলেন আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রাহ.এর অন্যতম ছাত্র।
তিনি আমৃত্যু বুখারী শরীফের দারস দিয়ে গেছেন।
শোক: আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দ্যা ভয়েস অফ ঢাকা ডটকম পরিবার।
দ্যা ভয়েস অফ ঢাকা ডটকম পরিবার হযরতের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।