শায়েখে ইমামবাড়ি রহ, এর ইন্তিকালে মুফতি ফয়যুল্লাহর গভীর ভাবে শোক প্রকাশ।
প্রতিবেদন ডেস্কঃ বৃটিশবিরোধী আযাদী আন্দোলনের অন্যতম প্রধান সিপাহসালার,শায়খুল আরব ওয়াল আজম,আল্লামা হুসাইন আহমদ মাদানী (রাহ.)এর অন্যতম খলীফা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বিখ্যাত আলেমে-দ্বীন,শায়খ আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি রহ,নিজ বাসভবনে, বার্ধক্যতাজণিত অসুস্থতায় আজ (৮ এপ্রিল) বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইন্তিকাল করেছেন। إنا لله وإنا إليه راجعون
আজ (বুধবার) বেলা ২টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রাম পুরানগাঁওয়ে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।ইনশাআল্লাহ।

শায়েখে ইমামবাড়ি রহ, একজন হক্কানী,বুযুযূর্গ আলেম এবং প্রচার বিমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর ইন্তেকালে দেশ একজন প্রতিথযশা আল্লাহ ওয়ালা মুরুব্বী হারাল। হযরতের ইন্তিকাল নিশ্চয় আলেম সমাজ ও দেশের জন্য অনেক বড় ক্ষতি।
আমি শায়েখে ইমামবাড়ি রহ’র বর্ণাঢ্য কর্মময় জীবন ও অনুকরণীয় দৃষ্টান্তসমূহ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বরণ করছি,বহু ঈমানী আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা। মুফতী আমিনী রহ,’র নেতৃত্বে তার সাথে চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন মাদ্রসায় ঝটিকা সফর,আমাদের গ্রামের জামেয়া মেহেরিয়া সরফভাটা মাদ্রাসায় তাৎক্ষণিক সমাবেশ এবং সেই সমাবেশে আমাকে নিয়ে তাঁর উদ্দীপনামূলক বক্তব্য আমার অন্তরে সবসময় ভাস্বর হয়ে থাকবে।
মুখলিস, এই আলেম, শায়খুল হাদীসের ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর মুরীদ, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
দেশবরেন্য বিখ্যাত আলেম ও মুরুব্বী মরহুম শায়েখে ইমামবাড়ি (রাহ.)এর মাগফিরাতের জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে মুনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস,আলেম বান্দাহকে আপনার রহমতের চাদরে আবৃত করে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন। আমীন ।