সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের মাঝে জরুরি খাবার বিতরণ করেছে পারি ফাউন্ডেশন।
প্রতিবেদন ডেস্কঃ আমরা তাদেরকে আহবান জানিয়েছিলাম, যাদের খাদ্য সহায়তা লাগবে তারা যেন পেজের ইনবক্সে জানায়। গতকয়েক দিনে আমরা এতো রিকোয়েস্ট পেয়েছি যা নিয়ে আমরা রীতিমতো হিমসিম খাচ্ছি। প্রাপ্ত মেসেজ থেকে আমরা একটা লিস্ট করে গত ৩ দিন যাবত বিভিন্ন এলাকায় তাদের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আরো কিছু ইনশাআল্লাহ আজকে পৌঁছাবো। আমাদের এই কার্যক্রমগুলি চলে আপনাদের অনেকেরই আর্থিক অনুদানে। নতুন আর্থিক অনুদান না পাওয়া গেলে আমাদের এই কার্যক্রম এখানেই বন্ধ হবে। শহরের পাশাপাশি আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও কিছু খাদ্য সহায়তা করার ইচ্ছা আছে। যারা মধ্যবিত্ত মানুষদের সহায়তা করতে চান, কিন্তু সেফটির কারণে বের হতে পারছেননা, তারা চাইলে তাদের অনুদান আমরা মধ্যবিত্ত মানুষের বাসায় পৌঁছে দিতে পারি। মধ্যবিত্ত অনেক মানুষ বেশ খাদ্য সংকটে আছে।
এ কার্যক্রম চলমান রাখতে আপনার সহযোগিতা কামনা করছি। সাহায্য পাঠাতে চাইলে:-
বিকাশ:
০১৭৯৮৮০১০৮৫; ০১৯০৫৬৪২১৬৪
ডাচ বাংলা রকেট:
০১৭৯৮৮০১০৮৫০; ০১৯০৫৬৪২১৬৪৭
PayPal: parifoundation1971@gmail.com