গরীব দুঃখী ও ছিন্নমূল মানুষদের পাশাপাশি অসহায় আলেম পরিবারেরও পাশে দাড়িয়েছেন সাপ্তাহিক সবার খবরের সম্পাদক মুহতারাম আবদুল গাফফার।
প্রতিবেদন ডেস্কঃ এভাবে প্রতিদিন বের হই
আর নিম্ন ও মধ্যবিত্ত আলেম পরিবার খুঁজে আমাদের সামর্থ্যের আলোকে চাল পৌঁছে দেয়ার চেষ্টা করি। আজও দু’টি পরিবারে দুই বস্তা চাল পৌঁছে দিলাম। এই পর্যন্ত অনেকে সহযোগিতা করেছেন। মূলত তাদের সহযোগিতাকেই আমি নিজ হাতে পৌঁছে দিয়েছি। এখনও হাতে অনেক বড় তালিকা।
হে আল্লাহ!
জানি না। কাল কিভাবে চাল পৌঁছে দেবো?
তোমার গায়েবী খাজানা থেকে সব ব্যবস্থা করে দাও।