পবিত্র শবে বরাত উপলক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের আহ্বান।
প্রতিবেদন ডেস্কঃ
জাতীয় পার্টির চেয়ারম্যানের বাণী
সুপ্রিয় দেশবাসী
আস্সালামু আলাইকুম।
পরম সৌভাগ্য রজনী শবে বরাত আমাদের সামনে। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আমি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই মহিমান্বিত রাত উপলক্ষ্যে আমি মোবারকবাদ জানাচ্ছি বিশ্ব মুসলিম-এর প্রতি।
শবে বরাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য অসীম মহিমাময় সৌভাগ্যের রাত। হাজার রাতের চেয়ে উত্তম এই রাতে রয়েছে মহান করুনাময় আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কৃপা লাভের অনুপম সুযোগ।
মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, তিনি যেন বৈশি^ক মহামারী কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসের ছোবল থেকে বাংলাদেশসহ সারা পৃথিবীকে রক্ষা করেন। বাংলাদেশের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সম্বৃদ্ধি নিশ্চিত করেন।
প্রিয় দেশবাসী
আপনারা জানেন, নভেল করোনা ভাইরাস মোকাবেলা এখন সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবাই অজানা এই শত্রু মোকাবেলায় নিজ নিজ ঘরে থেকেই মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করুন। মসজিদে না গিয়ে ঘরে থেকেই ইবাদতে মশগুল থাকুন পরম শ্রষ্টার।
মহান আল্লাহ যেনো পবিত্র শবে বরাতের মহিমান্বিত রাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষণ করেন। তিনি যেন পূণ্যময় রাতে কবুল করেন আমাদের অকৃত্রিম ফরিয়াদ। আমিন।
গোলাম মোহাম্মদ কাদের এমপি
চেয়ারম্যান, জাতীয় পার্টি।