১১ই এপ্রিল, শনিবার
তাকওয়া ফাউন্ডেশন
দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্কঃ
সাইমুম সাদি, গাজী ইয়াকুব ভাইয়ের ত্রাণ সহায়তা কাজে কোন বিকাশ বা রকেট নাম্বার নাই, ব্যংক একাউন্ট নেই কিন্তু কাজ চলছে দুর্দান্ত গতিতে।
যারা টাকা দিতে চান, তারা ইয়াকুব ভাইয়ের খানকায় এসে স্বেচ্ছায় চাল ডাল তেল লবন আলু সাবান ইত্যাদি কিনে দিয়ে যান। ইয়াকুব ভাই সেগুলো বিতরণ করেন।
এই চমৎকার তরিকার নাম তরিকায়ে ইয়াকুবিয়া।
ইয়াকুব ভাইকে দেড় বছর আগে বলেছিলাম এইসব কাজকে একটা সাংগঠনিক সিস্টেমে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ তাকওয়া ফাউন্ডেশন নামে একটি সেবা সংস্থা তৈরি করেছেন।
আমরা তাকওয়া ফাউন্ডেশনের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি। আল্লাহ গাজী ইয়াকুব ও তার এই সেবা সংস্থাকে কবুল করুন।
সাইমুম সাদী
vd-110042020