রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার পাশে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উলন বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে ১৩৩/৩২ কেভি উপকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান।
তিনি বলেন, “উলন সাব স্টেশনে তিনটি পাওয়ার পয়েন্ট রয়েছে। আগুনে একটি ৩৫/৫০ কেভিএম পাওয়ার পয়েন্ট পুড়ে গেছে। বাকি দুটি পাওয়ার পয়েন্ট ঠিক আছে।”
স্থানীয় এক বাসিন্দা জানান, বিকালে হঠাৎ বিস্ফোরণের মত একটি শব্দ হওয়ার পর পুরো এলাকার বিদ্যুৎ চলে যায়। পরে তারা আকাশে কালো ধোঁয়া উঠতে দেখেন।
উপকেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিউল বলেন, “দুটো পাওয়ার পয়েন্ট চালু থাকায় ঘণ্টাখানেকের মধ্যে আবার উপকেন্দ্র চালু করা যাবে বলে তারা আমাদের জানিয়েছেন।”
কীভাবে সেখানে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, “যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে আগুন লেগে থাকতে পারে। তবে তদন্ত শেষ হলেই আমরা নিশ্চিত করে বলতে পারব। ক্ষয়ক্ষতির পরিমাণও তখন জানাতে পারব। এ ঘটনায় কেউ হতাহত হননি।”
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির পরিচালক (অপারেশনস) মো. হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা ট্রান্সফরমারে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা সবগুলো সিস্টেম আবার চালু করে ফেলেছি। সরবরাহে আর বিঘ্ন হবে না।”