জাতীয় দল আর্জেন্টিনায় খেলেন তারা। কিন্তু ক্লাব ক্যারিয়ারে দুজনের ঠিকানাই আলাদা। লিওনেল মেসি নেতৃত্ব দিচ্ছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে। লাওতারো মার্টিনেজ খেলছেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে। স্প্যানিশ ও ইতালিয়ান প্রচারমাধ্যমের গুঞ্জন- দুই আর্জেন্টাইনকে একই ক্লাবে দেখা যেতে পারে।
সেক্ষেত্রে মেসি ইন্টার মিলানে যাবেন নাকি মার্টিনেজ বার্সেলোনায় আসবেন? সংবাদমাধ্যমের গুঞ্জন আছে দুই দিকেই। মেসি অবশ্য ইন্টার মিলানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছেন। আর মার্টিনেজ? তিনি নাকি ন্যু ক্যাম্পে আসতে চাচ্ছেন। শনিবার মার্টিনেজের এজেন্ট আলবার্তো ইয়াক তেমন আভাসই দিলেন।
ইতালিয়ান ফুটবলে এই মৌসুমে ১৬ ম্যাচে ৩১টি গোল করেছেন মার্টিনেজ। দারুণ এই ছন্দের কারণে অনেক ক্লাবেরই নজরে এসেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। তাকে দলে টানতে হচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও চেলসি। তিনটি ক্লাবের পক্ষ থেকেই নাকি মার্টিনেজের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এক্ষেত্রে বার্সেলোনাকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। নেপথ্য কারণ তার জাতীয় দলের অধিনায়ক মেসি। মার্টিনেজের এজেন্ট ইয়াকের বার্তা তেমনই। আজ প্লানেটা ৯৪৭কে তিনি বলেছেন, ‘মেসির সঙ্গে খেলতে কার না ভালো লাগে? যখন তারা জাতীয় দলে খেলে তখন সে (মার্টিনেজ) বলে, এটা স্বপ্নের মতো। একবার ভাবুন, আপনি তরুণ বয়সে আর্জেন্টিনায় খেলছেন এবং সেখানে মেসির সঙ্গে খেলছেন।’
খানেক বাদে অন্য সুরে কথা বললেন মার্টিনেজের এজেন্ট, ‘কিন্তু তিনি (মার্টিনেজ) কখনো এ নিয়ে (বার্সায় যাওয়ার ব্যাপারে) বেশি কথা বলেননি। কারণ সে অনেক চাপা স্বভাবের। যখন আমরা তাকে জিজ্ঞেস করি আপনি কোথায় খেলতে চান, তখন তিনি আমাদের এ প্রসঙ্গে কিছুই বলেন না। কিন্তু আমাদের বুঝতে কষ্ট হয় না।’
ইন্টার মিলানের সঙ্গে মার্টিনেজের চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। প্রশ্ন হচ্ছে চুক্তির মেয়াদ আর্জেন্টাইন তারকা শেষ করতে পারবেন তো? তাকে নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মধ্যে।
ইয়াক বলেছেন, ‘গণমাধ্যমে অনেক গুঞ্জন আছে। তারা (সাংবাদিকরা) আমাকে মাদ্রিদ, বার্সেলোনা এবং ইংল্যান্ড থেকে কল দিয়েছেন। রিয়াল, বার্সা এবং চেলসি তাকে চায়। এ নিয়ে আমি কিছুই বলব না। আর ক্লাবগুলোর মধ্যে কী চলছে তাও আমি জানি না।’
vd-11042020