১২ই এপ্রিল, রবিবার
দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্কঃ আল-মারকাজুল ইসলামী এর মাধ্যমে দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
উপস্থিত ছিলেন আল মারকাজুল ইসলামী বাংলাদেশ এর ভারপ্রাপ্ত পরিচালক হামজা শহিদুল ইসলাম।
কাফন দাফন ব্যবস্থাঃ আজীবন একই ঘরে বসবাস করা নিজ আত্মীয় স্বজন যখন করোনা ভয়ে গা ঢাকা দিচ্ছে ঠিক তখনই আসমানি ফেরেশতা রূপে আবির্ভূত হয়েছে আল- মারকাজুল ইসলামী।
করোনা আক্রান্ত মৃতের কাপন-দাফনের জন্য এগিয়ে এলেন আল মারকাজুল ইসলামী বাংলাদেশ এর কিছু অকুতোভয় লড়াকু সৈনিক।
নিজ জীবনের মায়া ত্যাগ করে তারা করোনা মৃতের পরিচ্ছন্ন, কাপন, জানাযা, দাফন ইত্যাদির মতো কাজগুলোর আঞ্জাম দিয়ে আসছে।
vd-12042020