সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করছেন চিকিৎসক, নার্স, পুলিশ, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মীসহ আরো অনেকেই। এবার তাদের আর্থিক সহায়তার পাশাপাশি বিশেষ সুবিধার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি করছে অর্থ মন্ত্রণালয়।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা
এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গতকাল রোববার মন্ত্রণালয়ে অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব জাফর ইকবাল, আইডিআরএর সদস্য মোশাররফ হোসেন, জীবন বীমা কর্পোরেশনের এমডি মাহফুজুল হক প্রমুখ।
জানা গেছে, সম্প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসনের মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ যারা প্রত্যক্ষভাবে করোনা মোকাবেলায় কাজ করছেন তাদের স্বাস্থ্যবীমার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এর আইনি প্রক্রিয়া শেষ হতে অনেকটা সময় লেগে যাবে। তাই কেউ অসুস্থ হলে তাকে নগদ আর্থিক সহায়তা দেয়ার কথা ভাবছে সরকার।
এর জন্য ইতোমধ্যে সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের একটি তালিকা তৈরি করছে অর্থ মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা।
নীতিমালা অনুযায়ী, ১৫-৩০তম গ্রেডের কেউ করোনায় আক্রান্ত হলে তিনি পাবেন ৫ লাখ টাকা। এ ছাড়া ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন সাড়ে ৭ লাখ টাকা, ১ম-৯ম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং সরকারি কোনো কর্মকর্তা মারা গেলে তিনি পাবেন এর পাঁচগুণ। এটি বাস্তবায়ন করবে সরকারি কল্যাণ বোর্ড।