১৫ই এপ্রিল,বুধবার, ২০২০
প্রতিবাদী প্রতিবেদন- তাকওয়া ফাউনডেশন।

দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্ক- যুগান্তর অনলাইন পোর্টালে ব্যবহৃত ছবিটি কুমিল্লার বিবেক সংগঠনের নয়, করোনায় মৃত্যু: লাশ দাফনে প্রস্তুত ‘ওরা ১১ জন’ এই শিরনামে ব্যবহৃত ছবিটি সম্পূর্ণ রূপে মুছে দেওয়ার জন্য তাকওয়া ফাউনডেশন এর পক্ষ থেকে গাজী ইয়াকুব অনুরুধ করেন।

মাওঃ গাজী ইয়াকুব বলেনঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের জানাজা ও দাফনে প্রতিবেশীরা এগিয়ে না আসার খবর আসছে সারাদেশ থেকে। এমতাবস্থায় কুমিল্লায় ১১ যুবক একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা এ রোগে মৃতদের জানাজাসহ কাফন-দাফন করবেন, যুগান্তর পত্রিকার উক্ত খবর টি পড়ে অনেক আঘাত পাই মনে , আমি তাদের এই উদ্যোগ কে স্বাগত জানাই এবং তাদের জন্য শুভ কামনা রইল।