১৫ই এপ্রিল,বুধবার, ২০২০

দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্ক- কোভিড- ১৯, করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত থেকে করোয়ায় আক্রান্ত হয়ে ১৫ই এপ্রিল বুধবার ভোরে মৃত্যু বরণ করেন সিলেট এম,এ জি,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সহকারী অধ্যাপক ড.মঈনুদ্দিন। আমরা নিরাপদে থাকতে ঘরে অবস্থান করছি। তবে এ ডাক্তার মঈনুদ্দিন মানব সেবায় নিয়োজিত থেকে দুই শিশু আর তাদের মা কে রেখে চলে গেলেন না ফেরার জগতে।আল্লাহ তার জীবনের সব গুনাকে মাফ করুন। তাকে জান্নাতবাসী করুন।

vod-15042020