১৫ই এপ্রিল,বুধবার, ২০২০
কোভিড- ১৯, প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ।
দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্ক- মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মহা পরিচালক, হাফেজ নেছার আহমাদ আন নাছিরির কর্তৃক প্রাইভেট মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে চলছে হাফেজ আলেম পরিবারের জন্য হাদিয়া,যারা এখনো বাকী আছেন অতি দ্রুত আপনার মাদরাসার নাম ঠিকানা,শিক্ষক/ স্টাফ/ছাত্রদের সংখ্যা,এবং উস্তাদদের বেতন কত,মাদরাসার মাসিক ভাড়া কত এখনই তার ফেসবুক বার্তা কক্ষে বা কমেন্টে বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন, অথবা কল করে ০১৯৮২৪০৮৫১৪ উক্ত নম্বরে বিস্তারিত জানানোর আহ্বান করেন, জাতির সেবক এই কর্ণধার ।
Neshar Ahammed
vod-15042020