সীমিত ওভারের ক্রিকেচে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কে? উত্তরে বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই বেছে নেবেন মহেন্দ্র সিং ধোনিকে। তার নেতৃত্বে সম্ভাব্য সবকিছুই জিতেছে ভারত। তাই গত দুই দশকের সেরা একাদশ তৈরি করলে প্রত্যাশিতভাবেই ঠাঁই পাবেন ক্যাপ্টেন কুল। নেতৃত্বের জোয়ালও দেওয়া হবে তার কাঁধে।
ভারতীয় একটি গণমাধ্যম সেই কাজটিই করেছে। বুধবার একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় দল গঠন করেছে তারা। এই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে ধোনিকে। একাদশে অবধারিতভাবেই রাখা হয়েছে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। তবে দলে ঠাঁই পাননি তার সতীর্থ ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ছয়জন ব্যাটসম্যান, একজন স্পিনার ও তিনজন পেসারের সমণ্বয়ে তৈরি করা হয়েছে কুড়ি বছরের সেরা দল। দলে উইকেটরক্ষক হিসেবে আছেন ধোনি। একাদশে আছেন ভারতের বর্তমান দলে খেলা তিনজন সদস্য। তারা হলেন- বিরাট কোহলি, রোহিত শর্মা ও মোহাম্মদ শামি। গত কুড়ি বছরে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই দল গঠন করা হয়েছে।
একবিংশ শতাব্দীর ভারতীয় সেরা দল: শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক+উইকেটরক্ষক), ইরফান পাঠান, অজিত আগারকার. হরভজন সিং, মোহাম্মদ শামি ও জহির খান।