বৃহঃস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২০
মাওলানা আব্দুর রহিম বোখারী ইন্তেকালে দ্যা ভয়েস অফ ঢাকাডট কম পরিবারের গভীর শোক প্রকাশ।

দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্ক: আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতী আব্দুল হালিম বোখারী সাহেবের মেঝো ভাই , আনজুমানে ইত্তেহদুল মাদারিস আল-কওমিয়ার জিম্মাদার এবং কক্সবাজার-চকরিয়া ইমাম বোখারী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক,বিদগ্ধ আলেমে দীন, মাওলানা আব্দুর রহিম বোখারী সাহেব রহ•আজ বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন- إنا لله وإنا إليه راجعون
জানা গেছে, এজমা, ডায়াবেটিক ও কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ডাক্তারের নিবিড় পরিচর্চায় ছিলেন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিলো ৭১।
আজ রাত ৯.৩০ মিনিটে বানিয়ারছাড়া চকরিয়া ইমাম বুখারী মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে সন্তানসহ অসংখ্য শাগরিদ ও শুভাকাঙ্কী রেখে যান।
মাওলানা আবদুর রহিম বুখারি লোহাগড়া উপজেলার রাজঘাটা হোসাইনিয়া মাদরাসায় প্রাথমিক পড়াশোনা শেষে জামিয়া পটিয়ায় উচ্চ শিক্ষা লাভ করেন। পরে ঢাকা লালবাগ ও দারুল উলুম দেওবন্দ থেকে ডাবল দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
প্রখ্যাত এই আলেম ও ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
vod-16042020