বকেয়া পাওনার দাবিতে রাজধানীর আদাবরের ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিটের সামনে অবস্থান নিয়েছেন প্রায় হাজার খানেক পোশাক শ্রমিক।
বৃহস্পতিবার ফ্যালকন গার্মেন্টসের সুইং ডিপার্টমেন্টের কর্মীদের মার্চ মাসের বেতন ও ওভার টাইম দেয়ার কথা থাকলেও, শুধু তাদের ২৫ দিনের বেতন দেয়া হচ্ছে। এ কারণে সকাল থেকে ফ্যালকন গার্মেন্টসের সামনে অবস্থান করছেন তারা।
এদিকে বেতন গ্রহনের এসময় কেউ সামাজিক দূরত্ব কেউ মানছেন না। সবাই হুড়োহুড়ি করে বেতন নিচ্ছেন।
ফ্যালকন কর্তৃপক্ষ বলছে, আমরা তাদের লাইন ধরে বেতন নিতে বলছি, কিন্তু তারা মানছেন না।
এ বিষয়ে, ফ্যালকন গার্মেন্টসের সুইং ডিপার্টমেন্টের কর্মী রোখসানা বেগম বলেন, আমাদের দিয়ে ১৪৫-১৭২ ঘণ্টা ওভারটাইম করিয়ে নিয়েছে। রাত ৩-৫টা পর্যন্ত কাজ করায়। এতো কষ্ট করায়, কিন্তু আমাদের টাকা দেয় না। খাবো কি, ঘরভাড়া দেব কীভাবে?
অন্যদিকে, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান বলেন, আমরা মালিকের সাথে কথা বলেছি। আগামী ২৫ এপ্রিলের মধ্যে তাদের ওভার টাইমের টাকা দিয়ে দিবেন বলে জানিয়েছেন ফ্যালকনের মালিক।