বৃহঃস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২০

দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্ক: কোভিড-১৯, করোনাভাইরাসের এই দুঃসময়ে পবিত্র মাহে রমজানে লাখো বনি আদমের মুখে একটুকরো হাসি ফোটাতে আমাদের এই আয়োজন আশা করি আপনারা পাশে থাকবেন। এমনটিই আশা করছেন বিত্তবানদের কাছে তাকওয়া ফাউনডেশনের কর্ণধার মাওলানা গাজী ইয়াকুব।
তিনি বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, আলেম উলামা সহ অসহায় পরিবারদের জন্য তাকওয়া ফাউনডেশনের ফুড প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রতি প্যাকেজ খরচ পড়বে ২২০০/-( দুই হাজার দুই শত টাকা মাত্র।) তাই আমি উক্ত ফুড প্যাকেজ তুহফায়ে রমজানে বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।
বিস্তারিত – লিফলেটে দেখুন।

vod-16042020