আগামী ২৪ ঘণ্টায় দেশের কোনো কোনো স্থানে ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই দেশের বেশ কিছু এলাকায় ঝড় ও বৃষ্টি হচ্ছে। গত বুধবার রাজধানী ঢাকাতে ঝড়-বৃষ্টি হয়েছে।