শুক্রবার,১৭ই এপ্রিল,২০২০

দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্ক: বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন,প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেলেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫ টা ৪৫ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনসারী মঞ্জিলে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অসংখ্য ভক্ত-ছাত্র-গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে তিনি দেশ-বিদেশে ওয়াজ করেছেন। আকর্ষণীয় কোরআন তেলাওয়াত ও চমৎকার কোরআনের তাফসিরের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।
বিষয়টি নিশ্চিত করে মাওলানা লুৎফুর রহমান বলেন, দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন ইসলামি সুবক্তা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী প্রায় ৫ বছর থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসকদের পরামর্শমতে তিনি মার্কাজপাড়ার আনসারী মঞ্জিলে গত কয়েক মাস থেকে অবস্থান করছিলেন।
আগামীকাল শনিবার সকাল ১০টায় মরহুমের প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আমরা দ্যা ভয়েস অফ ঢাকার পরিবার হযরতের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
vod-17042020