
দ্যা ভয়েস অফ ঢাকার বিনোদন প্রতিবেন ডেস্ক: সাইমুম সাদি- বিয়ের পর যাদের ছ’সাত বছর অতিক্রান্ত হয়নি তারা কোয়ারেন্টাইনের সময়ে বাসায় একটু সতর্ক থাকবেন। বউয়ের সাথে ঝগড়াঝাটি একদমই করবেননা।
কারণ সমাজ বিজ্ঞানিরা বলছেন, বিয়ের ছ সাত বছরের মধ্যেই সাধারণত বেশিরভাগ ডিভোর্সের ঘটনা ঘটে।
একটা কোয়ারেন্টাইনের গল্প বলছি । গল্পটা ভুলেও বউকে শুনাতে যাবেন না। চুপি চুপি পড়বেন।
কোয়ারেন্টাইনের সময়ে ঘরের ভেতর ঘুমুতে ঘুমুতে ক্লান্ত স্বামী রাত তিনটেয় বিছানা থেকে নেমে কফি বানিয়ে ডাইনিং টেবিলের সম্মুখে বসলেন।
স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন পাশে স্বামী নেই।
একটু খুঁজেই তাঁকে পেলেন ডাইনিং টেবিলে। এক কাপ কফি নিয়ে দেয়ালের দিকে স্থির তাকিয়ে আছেন। স্ত্রী দেখলেন স্বামী কফিতে একবার চুমুক দিচ্ছেন আর চোখের পানি মুছছেন।
কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কী হয়েছে তোমার?’
দেয়াল থেকে চোখ ফিরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী বললেন, আজ থেকে ছয় বছর আগে আমাদের বিয়ের দিনের কথা তোমার মনে আছে?’
স্ত্রী একটু অবাক হয়েই বললেন, হ্যাঁ জান মনে আছে ! কিন্তু তোমারও যে আমাদের বিবাহ বার্ষিকী মনে থাকে তা তো জানতাম না!’
এই দিনে তোমার বাবা যিনি মন্ত্রী ছিলেন, আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে এনে বলেছিলেন, হয় আমার মেয়েকে বিয়ে করবে, নয়তো ছয় বছরের জন্য জেল খাটতে হবে। মনে আছে তোমার?
পুরোনো দিনের কথায় স্ত্রীরও মন আর্দ্র। ঘাড় নাড়িয়ে প্রায় অস্ফুট স্বরে বললেন, হ্যাঁ, তাও মনে আছে।
স্বামী চোখ মুছে বললেন, আজ মন্ত্রী শশুড় দুনিয়াতে নেই।
স্ত্রীর চোখে পানি এসে গেলো আবেগে। বললেন, বাবার জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত। তিনি জোর করে বিয়ে করিয়েছিলেন বলেই আমাকে পেলে।
স্বামী বললেন, আমি ভাবছি অন্য আরেকটা বিষয়ে।
কোন বিষয়টা ভাবছো জান? স্বামীর হাতটা নিজের মুটোয় নিয়ে বললেন স্ত্রী।
স্বামী চোখ মুছে বললেন, ভাবছি সেদিন যদি তোমাকে বিয়ে না করে জেলে যেতাম, তাহলে আজকের এই দিনে আমি মুক্তি পেতাম!’
স্ত্রী কথাটা শুনে প্রথমে ভ্যাবাচ্যাকা খেলেন। তারপর কফি কাপটা স্বামীর মাথায় ঢেলে দিয়ে চিৎকার করে বললেন, ওরে বাটপার ….
সাইমুম সাদী
vod-19042020