করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লকডাউনের জেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাদের সহায়তায় অনেকেই হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার নিজ এলাকার দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
গতকাল ১৮ এপ্রিল, শনিবার নিজ জেলা সাতক্ষীরায় ৭০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন সাবিনা।।
এদিন সকালে ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক পরিবারকে চাল, ছোলা, মুড়ি, তেল ও আলু দিয়েছেন তিনি। আগেই কিছু অসহায় মানুষের তালিকা তৈরি করে রেখেছিলেন। সেই তালিকা ধরে নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে সাবিনা বলেন, ‘মানুষ মানুষের জন্য। এখন দুর্যোগের সময় সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় লোকদের খুব উপকার হবে। আমি চাই, সবাই তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক।’
এ উদ্যোগ বিষয়ে তার ভাষ্য, ‘কয়েকদিন ধরেই আমি দেখছিলাম আশপাশের কিছু মানুষ কষ্ট করছেন। তখন আমি নিজ থেকে একটা তালিকা তৈরি করে শনিবার (১৮ এপ্রিল) সকালে তাদের ডেকেছিলাম। আমি যতটুকু পেরেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি।’
অসহায়দের প্রতি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাবিনা বলেন, ‘আমার বিশ্বাস সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি তার আশপাশের মানুষগুলোকে দেখেন, তাহলে কেউ না খেয়ে থাকবে না। আমাদের সবারই উচিত এই দুঃসময়ে অসহায়দের পাশে থাকা।’
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা বর্তামানে পড়াশোনা করছেন গণবিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।