রবিবার,১৯ই এপ্রিল,২০২০

দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেন ডেস্ক: মাওলানা মেহেদী হাসানঃ সারা বিশ্বে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ভয়াবহতা ঠেকাতে এবং তা নিয়ন্ত্রণ করেতে বিশ্ব নেতৃবৃদন্দ সহ আন্তরিক ভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তদ্রূপ ভাবে আমাদের দেশের সরকার প্রধান বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী জনবান্ধব ব্যবস্থা নিয়েছেন, তার ধারাবাহিকতায় একটা নিয়মের ভিতরে চলাচলের জন্য জনসাধারণকে বাড়তি সর্তক থাকার জন্যও প্রশাসকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে আমাদের দেশের জনগণেরও কর্তব্য রাষ্ট্রের আইনকে শ্রদ্ধার সহিত মানা। ডাক্তার, নার্স প্রশাসনের কর্মকর্তারাও তাদের চেষ্টা দায়িত্বের জায়গা থেকে অব্যহত রেখেছেন।
তারই অংশ হিসেবে সকল জনসাধারণকে ঘরে থাকার জন্য সরকার লকডাউনের ঘোষনা করেছেন।
তিনি বলেনঃ দেশের সার্বিক পরিস্থিতিতে যেখানে মা-বাবার মৃত্যু ও কাছের মানুষ এমনকি প্রিয় মানুষের মৃত্যুতে মানুষ কাফন দাফন তো দূরের কথা জানাযা দিতেও ভয় পাই, সেখানেই সদ্য প্রয়াত “মাওলানা জোবায়ের আহমেদ আনসারী” হুজুরের জানাজায় ভোর হওয়ার সাথে সাথেই যেভাবে হবিগঞ্জ, সিলেট, আশুগঞ্জ, ভৈরব, নরসিংদী, ঢাকা সহ আরও অনেক এলাকা থেকে হাজার হাজার মানুষ হুজুরের প্রতি আবেগ, অনুভতির ভালোসার আত্তার টানে সাড়া দিয়ে জানাজার নামাজ অংশগ্রহণ করেন। তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং খ্যাতিমান ব্যক্তি ছিলেন সর্বজনের কাছে তা বলার আর অপেক্ষা রাখে না।

যাইহোক যা হওয়ার হয়ে গেছে, যদিও পরক্ষণেই সকলের দৃষ্টিগোচর হয়। কিন্ত সেজন্য সরাইল পুলিশ প্রশাসনকে একান্ত ভাবে দোষারোপ করা এবং ওনাদের কে প্রত্যাহার করা আমার কাছে বোধগম্য নয়। প্রকৃতপক্ষে হুজুরের জানাজা সকাল বেলা অনুষ্ঠিত হওয়ায় মানুষের সমাগমটা পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। যদিও আমাদের অনেক দায়িত্ব ছিলো এই সমাগমকে নিরুৎসাহিত করতে। যেমন আমি হুজুরের একজন অকাট্য সমর্থক হওয়া সত্বেও সেখানে যাইনি। সকলের এমনটাই হওয়া উচিত ছিলো। তাই প্রসাশন উর্ধ্বতন কর্মকতা মহলের নিকট আমার আবেদন এই জানাজার নামাজের বিষয়টি আপামর জনসাধারণের আবেগ অনুভূতিকে মানবিক এবং ক্ষমার দৃষ্টি থেকে দেখবেন।
সেই সাথে সরাইল থানা সার্কেল (এ.এস পি) ওসি, তদন্ত ওসি গণদের প্রত্যাহার বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করি।
Mawlana Mehedi Hasan
vod-19042020