২২শে এপ্রিল, বুধবার,২০২০
আজ সৌদি আরবের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে সৌদি আরবে রমজান শুরু।
দ্যা ভয়েস অফ ঢাকা ইসলামিক প্রতিবেদন ডেস্কঃ রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। ২০২০ সালের রমজানের প্রথম রোজা শুরু হবে ২৪ এপ্রিল (শুক্রবার) । ২৩ এপ্রিল আগামীকাল বৃহস্পতিবার রমজানের চাঁদ গণনা শুরু হবে।
ইসলামের রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাস। চাঁদ দেখার মাধ্যমেই সারাবিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। আকাশ গবেষক ও জ্যোতির্বিজ্ঞানীরা যাই বলুক না কেন, মুসলিম বিশ্ব চাঁদ দেখেই পালন করবেন পবিত্র রমজান মাসের রোজা। এটাই ইসলামের নীতি। এবং ঈদও করবেন শাওয়াল মাসের চাঁদ দেখেই ।
যেহেতু রমজানের রোজা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখ (২৩শে এপ্রিল) যদি রমজানের চাঁদ দেখা যায় তবেই ২৩ তারিখ তারাবিহ পড়ে ভোর রাতে সেহরি খেতে হবে। ২৪ এপ্রিল হবে রমজানের প্রথম রোজা। শাবান ৩০ দিন পূর্ণ হলে সে হিসেবে রমজানের প্রথম রোজা হবে ২৫ এপ্রিল।
এদিকে এ বছর বাংলাদেশে আরবি ১৪৪১ হিজরি সনের সপ্তম মাস রজব ৩০ দিন পূর্ণ হয়েছিল। সৌদি আরবে রজব মাস ছিল ২৯ দিনে। শাবন মাসে এসে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবধান দুদিনে এসে দাঁড়িয়েছে।

যদি বাংলাদেশে শাবান মাসের ২৯ তারিখ (২৪শে এপ্রিল) যদি রমজানের চাঁদ দেখা যায় তবেই ২৪ তারিখ তারাবিহ পড়ে ভোর রাতে সেহরি খেতে হবে। ২৫শে এপ্রিল হবে রমজানের প্রথম রোজা। শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে সে হিসেবে রমজানের প্রথম রোজা হবে ২৬শে এপ্রিল।
উল্লেখ্য, মুসলিম উম্মাহর কাছে রমজান মাস ও রোজা অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান। সব মুসলিমই জ্যোতির্বিজ্ঞানের গবেষণার চেয়ে খালি চোখে চাঁদ দেখে রোজা পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
যদিও বিগত কয়েক বছর ধরে রোজা ও রমজানের তারিখ প্রযুক্তির কল্যাণে খালি চোখে চাঁদ দেখার আগেই নির্ধারণ হয়ে যায়।
vod-22042020