পদ্মা সেতুতে আজ বসানো হয়েছে ১৭তম স্প্যান। জাজিরা প্রান্তের ২২ ও ২৩ নম্বর পিলারের ওপর এটি বসানো হয়। আর এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর আড়াই কিলোমিটারের বেশি অংশ। সকাল থেকে জাজিরা প্রান্তে পদ্মায় বিশেষ কাঠামোর ওপর থাকা স্প্যানটি ভাসমান ক্রেনের মাধ্যমে পিলারের ওপর স্থাপনের কাজ শুরু হয়। ১৭টি স্প্যান বসানোর পর আর বাকি থাকলো ২৪টির কাজ।
আগামী মার্চের মধ্যেই বাকি ৯টির কাজ শেষ করার কথা জনিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ২০২১ সালের জুনের আগেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।
এমন আরো জরুরি খবর দেখুন জিটিভি নিউজ চ্যানেলে এই লিংকে- https://bit.ly/2ZkPM0y