২৭শে এপ্রিল,২০২০
দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেদন ডেস্কঃ আবারো ময়মনসিংহ অঞ্চল থেকে ঢাকামুখী গার্মেন্টসকর্মীদের ঢল নেমেছে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে। গত দু’দিন ধরে ভোররাত থেকে দলে দলে মানুষ রওনা হয়েছেন কর্মস্থলের দিকে। ২৬ এপ্রিল থেকে গার্মেন্টস খুলে দেয়ায় বাধ্য হয়েই সপরিবারে ঢাকার উদ্দেশে গার্মেন্টসকর্মীরা।
লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এসব গার্মেন্টসকর্মীরা। তারা বাধ্য হয়ে পায়ে হেঁটে, সিএনজিচালিত অটোরিকসা, পিকআপ ভ্যান ও পণ্যবাহী ট্রাকে চড়ে ছুটছেন গাজীপুর, ঢাকা ও নারায়নগঞ্জ অভিমুখে।
রোববার ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ, পাটগোদাম ব্রীজের মোড়, দীঘারকান্দা বাইপাস মোড় হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে কর্মস্থলমুখী শ্রমজীবীদের ঢল দেখা যায়। যে যেভাবে পারছেন কয়েকগুণ ভাড়া গুণেই রওনা হয়েছেন। অসংখ্য শ্রমিক সপরিবারে মাইলের পর মাইল পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাঁধায় যেতে পারছেন না।
ময়মনসিংহ নগরীর পাটগোদাম ব্রীজের মোড়, দীঘারকান্দা বাইপাস মোড়সহ পথে পথে পুলিশ তাদের আটকে দিচ্ছেন। তারপরও কিছুদূর গিয়ে আবারো বিকল্প রুটে বিকল্পপন্থায় লকডাউন ভেঙে চাকরি হারানোর ভয়ে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই ছুটে চলছে গার্মেন্টসকর্মীদের স্রোত। শ্রমিকরা জানায়, ২৬ এপ্রিল কাজে যোগ না দিলে তাদের চাকুরি থাকবে না। তাই লকডাউনের মধ্যেই করোনার ঝুঁকি নিয়ে কর্মস্থলে রওনা দিয়েছেন তারা। এদিকে নির্দেশনা না থাকায় গার্মেন্টসকর্মীদের ঢাকায় যেতে বাঁধা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।