২৭শে এপ্রিল,২০২০
দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেদন ডেস্কঃ- গাজী ইয়াকুবঃ ভাইজান আমি সাভার নবীনগর থেকে হেঁটে হেঁটে মিরপুরে আসছি যদি একটা প্যাকেজ দিতেন আমি বাচ্চাদের সামনে নিয়ে হাজির করতাম
ভদ্রলোক আবেগাপ্লুত হয়ে যাবে বলে কথা আর সামনে বাড়াইনি
মন বলছে এই মানুষটি কখনো মিথ্যা কথা বলতে পারে না।
তিনি বলেনঃ ফাউন্ডেশনের অন্যান্য ভাইদের পরামর্শে তার হাতে নগদ কিছু টাকা সহ একটি প্যাকেজ দিয়ে দিলাম,শুধু বললাম ভাইয়া আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন।
তারপর বেশ কিছু অসহায় এতিম পরিবার এবং না খেয়ে থাকা বাউল শিল্পীদের মাঝে আজ আমরা রমজান ফুড প্যাকেজ তুলে দেই।
vod-27042020