১লা মে, শুক্রবার, ২০২০
দ্যা ভয়েস অফ ঢাকা প্রতিবেদন ডেস্কঃ গাজী ইয়াকুব- আমার সারা জীবনের নেক আমলের চাইতে তার এক ফোঁটা চোখের পানির মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি।
জুমা আদায়ের জন্য মাদ্রাসা থেকে বের হয়ে যখনই মসজিদে প্রবেশ করতে যাব
একজন যুবক মসজিদের গেটের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে গেইটটি খুলে দেওয়ার অনুরোধ করতে লাগলেন
পাহারারত দায়িত্বশীল তাকে বারবার অনুরোধ করে বলতেছেন ভাইয়া ভিতরে 12 জনের চাইতেও বেশি মুসুল্লি হয়ে গিয়েছে আপনাকে আর ঢুকানো সম্ভব হবে না
আওয়াজ শুনে কাছে গিয়ে কি হয়েছে জানতে চাইলে যুবক চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন! পরপর চারটা জুমা ঘরে আদায় করেছি! আজ আর মন মানছে না, প্লিজ! আমাকে মসজিদে জুমার নামাজ আদায় করার সুযোগ দিন
কথাগুলো বলার সময় যুবকের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছিল
আমি পাহারারত ভাইকে বললাম তাকে আসতে দিন
আহ্ মসজিদে আসার অনুমতি পেয়ে যুবক যে হাসিটা উপহার দিলেন! দুনিয়ার কোন ভাষা দিয়ে আমি তার হাসির মূল্যায়ন করতে সক্ষম নই
একবার চেয়েছিলাম তাকে গিয়ে বলতে “ভাই” মসজিদে নামাজ পড়তে আসার জন্য তুমি যেভাবে কান্না করতে ছিলে!
আমি আমার জীবনের সমস্ত নেক আমল গুলো তোমাকে দিয়ে দেই? আর তুমি বিনিময়ে আল্লাহর ঘরে আসার জন্য চোখ থেকে যে পানি গুলো ঝরিয়েছিলে সেগুলো আমাকে দিয়ে দাও…..
আমি একজন গুনাহগারের দিল সাক্ষী দিচ্ছে মসজিদে জামাতে নামাজ পড়তে না পারার কষ্টে তোমার চোখ থেকে গড়িয়ে পড়া একফোটা পানি আমার জীবনের সমস্ত নেক আমলের চাইতেও অনেক অনেক বেশি দামী।
Gazi Yakub
vod-01052020