৫ই মে, ২০২০

দ্যা ভয়েস অফ ঢাকাঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সেই কবে (২০১১ সাল)। তবে ধারাভাষ্যকার ও ক্ষুরধার বিশ্লেষক হিসেবে খেলাটির সঙ্গে এখনও ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি। স্বভাবতই অবসরের পরও শোয়েব আখতারের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং করোনাকালে নিয়মিত সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি।
কখনও ভারত-পাকিস্তান সিরিজের প্রস্তাব দিয়ে আলোচনার ঝড় তুলছেন, কোনো সময় আবার রাস্তায় সাইকেল চালিয়ে বিতর্কের মুখে পড়ছেন। তবে বরাবরের মতো স্পষ্টবাদী হিসেবে আপন মেজাজেই আছেন শোয়েব আখতার। সমালোচনা গায়ে না মেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এবার নিজের আরেকটি ইচ্ছার কথা জানালেন তিনি।
বলিউডে এখন খেলোয়াড়দের বায়োপিক তৈরির হিড়িক পড়েছে। তাদের জীবনীনির্ভর ছবির বাজার বেশ রমরমা। ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, কপিল দেব, মেরি কম, সন্দীপ সিং, মিলখা সিংয়ের মতো কিংবদন্তিদের নিয়ে বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে। শুটিং চলছে অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়ালের জীবন কাহিনি নিয়েও। সামনে আরও বেশ কিছু অ্যাথলেটের বায়োপিক আসছে রুপালি পর্দায়।
তাই অদূর ভবিষ্যতে শোয়েবকে নিয়ে ছবি বানানো হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু প্রশ্ন হলো– তার চরিত্রে অভিনয় করবেন কে? মাঠে ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরানো গতিদানব হিসেবে কাকে মানাবে? তার বিষাক্ত ইয়র্কার, ভয়ঙ্কর বাউন্সার আয়ত্ত করার সক্ষমতা কার রয়েছে? আছে– খোদ পাকিস্তানি তারকার নজরেই রয়েছেন এমন এক বলি সুপারস্টার। তিনি আর কেউ নন, স্বয়ং সালমান খান।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আলোচনায় যোগ দেন শোয়েব। এ সময় নিজের এ পছন্দের কথা জানান তিনি। পাক স্পিডস্টার বলেন, আমার ভূমিকায় প্রথম পছন্দ সালমান। তিনিই সঠিকভাবে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।
প্রসঙ্গত একসময় কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেন শোয়েব। ফ্র্যাঞ্চাইজিটির মালিক বলিউড কিং শাহরুখ খানের সঙ্গেও তার সম্পর্ক বেশ মধুর। তা সত্ত্বেও বায়োপিকের জন্য সল্লু মিয়াকেই বেছে নিলেন সাবেক পাক গতিতারকা।
সাম্প্রতিক সময়ে একের পর এক সুপার-ডুপার হিট সিনেমা উপহার দিয়ে বক্স অফিস চাঙ্গা রেখেছেন সালমান। তিনি যেন জিয়নকাঠি। যে ছবিতে হাত দেন, তাতেই সোনা ফলে। শোয়েবের মনের ইচ্ছা দাবাংখ্যাত তারকা জানতে পেরেছেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে জানলে আর সত্যিই সর্বকালের দ্রুতগতির বোলারের বায়োপিক নির্মাণ হলে; সেই চরিত্রটি করতে তিনি রাজি হবেন কিনা, সেটিই এখন কোটি টাকার প্রশ্ন।
vod-05052020